কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার হুদাপাড়া বিজিবির মাদকবিরোধী অভিযানে কুষ্টিয়ার সুমন (২২) ফেন্সিডিল ও গাঁজাসহ আটক হয়েছে। বিজিবিসুত্রে জানাগেছে, গত পরশু সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিভিল সোর্স এর সংবাদের ভিত্তিতে হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জাহাজপোতা গ্রামের সাইনবোর্ড বটতলা মোড় হতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার গোড়াপাড়ার ইউনুস আলীর ছেলে সুমন আলীকে ৪০০ গ্রাম গাঁজা এবং ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। আটককৃত মালামালসহ দামুড়হুদা থানায় হাবিলদার মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে আসামীকে সোপর্দ করেছে।