হাজি আলী আজগার টগর করোনা সংক্রমিত হয়ে আইসোলেশনে : দোয়া কামনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর করোনা ভাইরাস সংক্রমিত হয়ে আইসোলেশনে রয়েছেন। জাতীয় সংসদে নিয়মিত পরীক্ষা করাতে গেলে তার করোনা ভাইরাস পজিটিভ হয়। দুদিন ধরে তিনি ঢাকাস্থ বাসায় আইসোলেশনে রয়েছেন। দ্রুত সুস্থতা চেয়ে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

হাজি আলী আজগার টগর সবসময়ই সর্বসাধারণের সাথে খোলামেলা মেশেন। জনগণকে কাছে টেনে নেয়ায় তিনি তার নির্বাচনী এলাকায় গণমানুষের নেতা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে। এর আগেও একবার করোনা ভাইরাস সংক্রমিত হন। গত বুধবার তিনি হালকা জ্বর অনুভব করেন। পরদিন পরীক্ষা করালে করোনা ভাইরাস পজিটিভ হয়। খবর পেয়ে গতকাল সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে জানা গেছে, সংসদ সদস্য হাজি আলী আজগর টগর প্রথম দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকাও দিয়েছেন। এবার করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার পর উল্লেখযোগ্য অসুস্থ না হলেও সংক্রামক ভাইরাসের কারণে ঢাকাস্থ নিজবাড়িতে কঠোরভাবে আইসোলেশনে রয়েছেন। বিশে^র বিভিন্ন দেশের মত আমাদের দেশেও করোনা ভাইরাস আবারও সংক্রমণের হার বেড়েছে। ফলে নিজ নিজ দায়িত্বে মাস্কপরাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার পুনঃপুন অনুরোধ জানিয়েছেন সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমিত সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

Comments (0)
Add Comment