হকি ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন রাজ্জাক খান

স্টাফ রিপোর্টার: হকি ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান রাজ। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি। তিনি ভলিবল ফেডারেশনেরসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের উন্নয়নে কাজ করে চলেছেন।

বাংলাদেশ হকি  ফেডারেশনের নির্বাচনে গত  রোববার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ২৮ পদের জন্য জমা পড়েছে ২৮টি মনোনয়নপত্র! আগামী ১৯ জুন হকি  ফেডারেশনের নির্বাচনের দিন ধার্যছিলো। ফেডারেশনের ২৮ জনের কমিটিতে  জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদকে দেয়া হয়েছে ১০পদ। সুতরাং হকি ফেডারেশনের নির্বাচনে আর ভোটের প্রয়োজন নেই।  দেশের উদীয়মান অন্যতম শীর্ষ ব্যবসায়ী এমএ রাজ্জাক খান রাজ ব্যবসার পাশাপাশি বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনেও এক পরিচিত নাম। গত কয়েক বছরে ক্রীড়াঙ্গনে দারুণ সাফল্য পেয়েছেন তিনি। হকি ফেডারেশন নিয়ে এমএ রাজ্জাক খান রাজ বলেন, ‘আমি দেশের হকির সেবা করার লক্ষ্যে আগামী চার বছর ফেডারেশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে চাই।’ তিনি আরও বলেন, ‘খেলাধুলা ভালোবাসি বলে দেশের বিভিন্ন ক্রীড়াঙ্গনে নিজেকে সরাসরি জড়িয়ে  রেখেছি।

Comments (0)
Add Comment