আন্দুলবাড়িয়া প্রতিনিধি: রাজবাড়ি জেলার খানখানাপুরে ট্রাক-মাইক্রো দুর্ঘটনায় নিহত জীবননগরের আন্দুলবাড়িয়া মাঠপাড়ার ট্রাক হেলপার রিপন হোসেনের লাশ দাফন করা হয়েছে। গতকাল সোমবার ভোরে তার লাশ বাড়িতে এসে পৌঁছুলে স্বজনদের আহাজারীতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। সকাল ৯ টায় খাঁজা পারেশ সাহেবের রওজার ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে রওজা গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
প্রসঙ্গত: গত রোববার খুলনা-ঢাকা মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ট্রাক ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে মেহেরপুর মুজিবননগর উপজেলার বল্লবপুর গ্রামের বিপুল বিশ্বাসের স্ত্রী সুভ্রতা ম-ল (৩৩), ছেলে লিজন বিশ্বাস (৬), শ্যালক শ্যামল ম-ল ও ট্রাক হেলপার রিপন হোসেন ঘটনাস্থলেই নিহত হন।