স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ হাসান চত্বর থেকে নতুন কারাগার পর্যন্ত সড়কটি দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সড়কের বেশকিছু স্থানে ক্ষত হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
এলাকাবাসী বলেছে, মাঝে মাঝে সড়ক ও জনপথ বিভাগ নামমাত্র বালি, কুচো পাথার আর কিছু পিচ দিয়ে সংস্কার করলেও সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়ক সংস্কার চলমান প্রক্রিয়া। সড়কটির বেশকিছু স্থান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুব দ্রুত শহীদ হাসান চত্বর থেকে ভিমরুল্লাহ পর্যন্ত সড়কটির কাজ শুরু করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।