স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মীসভা ও গণসংযোগ অব্যহত রেখেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বকশিপুর গ্রামে গণসংযোগ ও কর্মীসভা করেন তিনি। গণসংযোগ ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হক বিশ্বাস বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন এদেশের মানুষের জন্য। সকলে মিলে মিশে অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিলো বঙ্গবন্ধুর। সেই স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করে চলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই আওয়ামী লীগের লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। দেশ সেই দিক থেকে এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, আজ গ্রামের কৃষকরাও ফোনের মাধ্যমে কৃষি বিষয়ক সেবা নিতে পারছেন। ডিজিটাল সেবা সেন্টার থেকে তারা দ্রুতই সেবা পাচ্ছেন। এর মধ্য দিয়ে সবক্ষেত্রেই আমরা এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশের জন্য প্রশিক্ষিত জনবল গড়তে সরকার ন্যানো টেকনোলজি বিষয়ক গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন, ইনকিউবিশন সেন্টার নির্মাণসহ নানা উদ্যোগ নিয়েছে। দেশের এই উন্নয়ন দেখে বিএনপি-জামাতের হিংসা হয়। তারা দেশের উন্নয়ন চায় না। তাই, বারবার ষড়যন্ত্র শুরু করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র প্রতিহত করবো। আসাদুল হক বিশ্বাস আরও বলেন, আমি সারাজীবন আওয়ামী লীগের সাথে যুক্ত। আপনাদের ভোটেই তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আপনাদের দোয়া সমর্থন পেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি চুয়াডাঙ্গা-১ আসনে প্রার্থী। আমি আপনাদের সন্তান। আপনাদের সেবক হয়ে সেবা করতে চাই। আমি কাজের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই। কর্মীসভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদ হাসান জেকের। ছাত্রলীগ নেতা রনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা শ্রমীক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক। কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য পাপেল হোসেন, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক মো. জনি, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহীন বিশ্বাস, ডাউকি ইউনিয়নের ৫নং ওয়ার্ড কৃষকলীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম, ডাউকি ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুনিয়ার হোসেন, ৫নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি গাজিরদ্দীন, ডাউকি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মসলেম ম-ল, ডাউকি ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কালু বিশ্বাস, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুচ আলী, চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, দেলবার হোসেন, আলমডাঙ্গা থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক যুবলীগের মনির হোসেন, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, জামজামি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজল, মোমিনপুর ইউপি সদস্য আরিফ মেম্বার, স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল হোসেন, আছের আলী, বাশারত আলী, আবুল হোসেন, লালা আলী প্রমুখ।