স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সাথে চুয়াডাঙ্গার কৃতী সন্তান দিলীপ কুমার আগরওয়ালার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টায় সার্কিট হাউসে নবাগত ডিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। পরে এ দুজনের মধ্যে দীর্ঘক্ষণ মতবিনিময় ও বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দুজনই স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবাগত চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, আমি চুয়াডাঙ্গায় আসার পর এ জেলার মানুষের আন্তরিকতা দেখে সত্যিই অভিভূত হয়েছি। আমার মনে হয়নি আমি অনেক দূরে এসেছি। এ জেলায় এসে আমি এ জেলার কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনৈতিক মানুষ দিলীপ বাবুর নাম শুনেছি। আজ তার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগছে। দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমার স্বপ্ন স্মার্ট চুয়াডাঙ্গা গড়া। নবাগত ডিসি মহোদয় ও আমরা একসাথে স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে কাজ করে যাবো, আমাদের দীর্ঘক্ষণ আলোচনায় সেটাই গুরুত্ব পেয়েছে। এছাড়া নবাগত ডিসি মহোদয় অত্যন্ত ভালো মানুষ। তার আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। মতবিনিময়কালে নেজারত ডেপুটি কারেক্টরেট (এনডিসি) শাহাদাৎ হোসেন, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু প্রমুখ উপস্থিত ছিলেন।