স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে ব্যবসা করার বিষয়ে প্রশাসনের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

আলমডাঙ্গা ব্যুরো: স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে ব্যবসা করার বিষয়ে প্রশাসনের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময়সভায় অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার ম-লের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক কামাল হোসেন, বৃহত্তর কাপড়পট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু মুসা। এছাড়াও উপস্থিত ছিলেন বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মুদি ও মনোহরি মালিক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কাঁচা বাজার আড়ৎ মালিক সমিতির সভাপতি ইমরুল কায়েস, সম্পাদক সাইদুর রহমান, গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সৈয়দ সাজেদুল হক মুনি, জুয়েলারি ব্যবসায়ী সমিতির প্রতিনিধি দীলিপ কুমার, মোবাইলফোন ব্যবসায়ী প্রতিনিধি আমিরুল ইসলাম লিটন, আরিফ, ক্রোকারিজ সমিতির প্রতিনিধি মীর ফরহান, বণিক সমিতির সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।

 

Comments (0)
Add Comment