স্বামীকে অচেতন করে ঘরে স্ত্রীর পরকীয়া, স্বামীর মৃত্যু

স্বামীকে অচেতন করে ঘরে ফেলে রেখে প্রেমিকের সঙ্গে পরকীয়ায় সময় কাটাচ্ছিলেন স্ত্রী। বিষয়টি লোকজন জানতে পেরে ঘরে হানা দেয়। স্বামী বিজয় বাউরীকে অচেতন দেখে চিকিৎসক ডেকে পরীক্ষা করে জানা যায় মারা গেছেন বিজয়।
স্থানীয় জনতা প্রেমিক যুগলকে ঘর থেকে আটক করে। বুধবার দিবাগত রাত ৩টায় মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের ফুলবাড়ী চা-বাগানের নতুন লাইনের জিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফুলবাড়ী চা-বাগানের নতুন লাইনের জিলপাড়ায় বিজয় বাউরীর বড় ভাইসহ স্থানীয়রা রাত ৩টায় বিজয় বাউরীর ঘরে প্রবেশ করে তার স্ত্রী (২৭) ও প্রেমিক সেলিম মিয়াকে (৩২) দেখতে পান। এ সময় ঘরে অচেতন অবস্থায় পড়ে থাকা বিজয় বাউরীকে চা-বাগানের চিকিত্সক পরীক্ষা করে জানান, বিজয় মারা গেছেন। পরে স্থানীয়রা প্রেমিক যুগলকে আটক করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে থানায় খবর দেন।

 

 

Comments (0)
Add Comment