স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হরিণাকুন্ডু পৌরসভা চত্বরে উপজেলার বিভিন্ন এলাকার ১০৭ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সকালে ৫০টি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় মুক্তিযোদ্ধাদের। সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ বীর মুক্তিযোদ্ধারা। সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু পৌর মেয়র ফারুক হোসেন। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন এলাকার ১শ পরিবারের মাঝে ১শ টি নলকূপ বিতরণ করা হয়।