সূত্র:(শিশুকে বিষ পান করিয়ে হত্যা, সৎমা গ্রেফতার)

টিপ্পনী
লাথি

মায়ের জাতি হয়েও তুমি
করলে মেয়ে খুন,
হায় মসিবত কেমন মা তুই
এ কি মায়ের গুণ?

তোমার বুকে ঘুমায় সুখে
হাজার খুকি-খোকা,
কিন্তু তোমার মাথায় আছে
খুনের কালো পোকা।

তুমি কি আর রাখলে মাগো
মা-জননীর মান,
তোমার কোলে জন্মাবে না
আর কোনো সন্তান।

ডাইনি তুমি, হামিরা তুই
ওরে মায়ের জাতি,
তোর মুখে ক্যান মারছে মানুষ
বাঁ পা দিয়ে লাথি!