সুশিক্ষায় শিক্ষিত হতে না পারলে উন্নত জাতি পাওয়া যাবে না

জীবননগর শিশু নিকেতনে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হাফিজ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা শিশু নিকেতন মডেল প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার এ সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শিশু নিকেতনের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান তার দেয়া বক্তব্যে বলেন, প্রত্যেকটি মা হচ্ছেন এক একজন আদর্শবান শিক্ষক। আপনাদের সন্তান স্কুলে মাত্র ৪ঘণ্টা লেখাপড়া করে। বাকি পুরো সময় সন্তান তার মায়ের কাছেই থাকে। হোক সে মা কম শিক্ষিত, কিন্তু সে তার আদর্শ দিয়ে তার সন্তানকে দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। তিনি বলেন, নেপোলিয়ান বোনাপোর্ট বলেছিলেন আপনারা আমাকে একজন শিক্ষিত মা দেন আমি আপনাদের শিক্ষিত জাতি উপহার দেব। তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত না হতে পারলে উন্নত জাতি পাওয়া যাবে না। দেশের অগ্রযাত্রা থমকে দাঁড়াবে। সাংবাদিক মাজেদুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, প্রেসক্লাব সভাপতি এম আর বাবু ও ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আব্দুল হাকিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজিদা আক্তার সুমি। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আল চপল, সহকারী শিক্ষক রোজিনা খাতুন, অভিভাবক মাহবুবুর রহমান ও শিরিন শিলা প্রমুখ। শেষে সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, ইউএনও হাসিনা মমতাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, প্রেসক্লাব সভাপতি এম আর বাবু ও সাধারণ সম্পাদক কাজি সামসুর রহমান চঞ্চলকে ক্রেস্ট প্রদান করা হয়।

Comments (0)
Add Comment