আলমডাঙ্গার জামজামি বাজারে ভৌক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ভৌক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে হোটেল ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ুন কবীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আলমডাঙ্গার জামজামি বাজারে গতকাল বিকেল সাড়ে ৪টায় মনীন্দ্র সাহার ছেলে সাধন কুমার সাহার সাহা সুইট অ্যান্ড হোটেলে আকস্মিক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। পঁচা দুর্গন্ধ নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখায় ভৌক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে হোটেল মালিক সাধন সাহাকে ৭ হাজার টাকা জরিমানা ধার্য ও নগদ আদায় করা হয়। পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসের কানন গো মো. সিদ্দিকুর রহমান, ঘোষবিলা ভূমি অফিসের কর্মকর্তা মো. আতিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু সালেহ, অফিস সহকারী ফারুক হোসেন। শৃঙ্খলার সার্বিক দায়িত্বে ছিলেন জামজামি ফাঁড়ি পুলিশের এসআই মমরেজ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।