সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ গ্রামীণ ব্যাংকের অফিস সহকারী মারুফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৭ প্যাকেট বেনসন সিগারেট চুরির অভিযোগে সালিসসভায় এ জরিমানা করা হয় বলে জানা গেছে।
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের মাস্টারপাড়ার দুদুর কফি হাউজ থেকে ৭ প্যাকেট বেনসন সিগারেট চুরি হয়ে যায়। পরে সিসি ক্যামেরায় চোর ধরা পড়ে। গত ১০ অক্টোবর রোববার সন্ধ্যায় চুরির ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে ওইদিন রাতেই গ্রামীণ ব্যাংকের অফিস সহকারী মারুফ হোসেনকে সন্দেহ করে দুদু। সালিসসভার আয়োজন করা হয়। সালিস সভায় গ্রামীণ ব্যাংকের অফিস সহকারী মারুফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মারুফ হোসেন চুরির কথা স্বীকার করলে তাকে জরিমানা করা হয় বলে জানিয়েছে। ৭ প্যাকেট বেনসন সিগারেট চুরির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করায় এলাকায় মিশ্রু প্রতিক্রিয়া দেখা দিয়েছে।