সামাজিক দূরত্ব মেনেই আলমডাঙ্গা ইজিবাইক চালকদের খাদ্য সামগ্রী বিতরণ

 

আলমডাঙ্গা ব্যুরো: সামাজিক দূরত্ব বজায় রেখেই আলমডাঙ্গায়  ইজিবাইক চালকদের খাদ্য বিতরণ করেছে। ১ মে শুক্রবার বেলা ১০টায় উপজেলার চত্তরে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস মোকাবেলায় শহরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও ওষুদের দোকান ছাড়া সমস্ত দোকানপাঠ ও গাড়ি বন্ধ রয়েছে। শহরের আশপাশ এলাকায় প্রায় ১শ জন ইজিবাইক চালকরা তাদের গাড়ি না চালিয়ে বাড়িতে বসে আসে। সেই কারণে তাদেরকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, কাউন্সিলর জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম,  আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান রিপন, শরিফুল ইসলাম সাকা প্রমুখ।

Comments (0)
Add Comment