সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

 

ঝিনাইদহ প্রতিনিধি: সংবাদ প্রকাশের জের ধরে জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যাকারী সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম। মানববন্ধনে ঝিনাইদহের কর্মরত সব সাংবাদিকরা ও সুশীল সমাজের প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন। বক্তব্য দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুম হাসান পিটু, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, এম রবিউল ইসলাম রবি, কেএম সালেহ, শামীমুল হক শামীম, এম এ জলিল। অন্যদিকে, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, মাই টিভির জেলা প্রতিনিধি মিঠু মালিতা, সময় টিভির প্রতিনিধি লোটাস রমহান সোহাগসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকা-ে জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। সেই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার, মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক হত্যা মামলায় আসামিদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঝিনাইদহ প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। প্রসঙ্গত, গত বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্তরা নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টার দিকে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।

Comments (0)
Add Comment