স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলমের (জেড আলম) দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ। ২০২১ সালের ৩ জানুয়ারি আকস্মিক মারা যান। জেড আলম আরামপাড়ার মৃত সোলেমান হোসেনের ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামানের বড় ভাই। মৃত্যুর আগ পর্যন্ত জেড আলম স্থানীয় পত্রিকা খাসখবরের সম্পাদক ও প্রকাশক ছিলেন। ২০২১ সালে ৩ জানুয়ারি রাতে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জেড আলমের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পারিবারিকভাবে সকলরে নিকট দোয়া কামনা করা হয়েছে।