দর্শনা অফিস: জামালপুরের ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে দর্শনায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে দর্শনা রেলবাজারের বটতলা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদসভার আয়োজন করে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি। আলোচনা করেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, চঞ্চল মেহমুদ, উসমান আলী। ক্লাবের সাধারণ সম্পাদক হানিফ মন্ডলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, সাংবাদিক হাসমত আলী, ইমতিয়াজ রয়েল, আ. হান্নান, বাধন, রিফাত, আ. রহমান, উদিচির জেলা সভাপতি জহির রায়হান, কবি আবু সুফিয়ান, সাংবাদিক নারায়ন ভৌমিক, মনিরুল ইসলাম প্রমুখ।