সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার আলোচনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বেলগাছি রেলগেটে প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা শাখার পক্ষ হতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সার্জেন্ট (অব.) হাজ্জাজ আলী। আলোচনায় বক্তব্য রাখেন সার্জেন্ট (অব:) সাইদুর রহমান, সার্জেন্ট (অব.) আছিতুর, সার্জেন্ট (অব.) মুকুল , সার্জেন্ট (অব.) আলমগীর, সার্জেন্ট (অব.) ফারুক, সার্জেন্ট (অব.) জিপু প্রমুখ। বক্তাগণ বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত পেনশনভুক্ত সৈনিকদের মধ্যে নিবিড় একতা প্রতিষ্ঠা এবং মর্যাদার প্রতিষ্ঠিত করার যুগোপযোগী কার্যক্রম গ্রহণ জরুরি। একই সাথে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থেকে আমাদের মধ্যে দেশত্মাবোধ জাগ্রত করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখে দেশের কল্যাণে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। প্রধান বক্তা সার্জেন্ট (অব.) গোলাম মেহেদী তার বক্তব্যে বলেন মান্ধাতার যুগের সোলজার বোর্ডের কার্যাদি যুগোপযোগী ও সংস্কারকরণ প্রয়োজন। বাংলাদেশ সামরিক বাহিনীর পেনশনভুক্ত সকল সৈনিককে স্ব স্ব জেলায় শৃঙ্খলাবদ্ধ রাখতে একটি গঠনতন্ত্র রচনার মাধ্যমে বাস্তবায়ন করা প্রয়োজন। অবসরপ্রাপ্ত সাধারণ সৈনিকদেরকে তুচ্ছতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সেনাবাহিনী ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধকরে ণ একটি পদ্ধতি বাস্তবায়ন করা এবং প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সদস্য হিসেবে তাদের প্রাপ্য সকল সুযোগ সুবিধা প্রদানের জন্য কর্র্তৃপক্ষের প্রতি বিনীত করছি। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন সার্জেন্ট (অব.) মো. শহিদুল ইসলাম।