সরোজগঞ্জ বাজারে অভিনব কায়দায় পাকিভ্যান চুরি : কুতুবপুর ইউনিয়নের সিসি ক্যামেরায় চোর শনাক্ত

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারের কতুবপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে অভিনব কায়দায় পাকিভ্যান চুরির ঘটনা ঘটে। বাজারের সবুর সাইকেল স্টোরের সিসি ক্যামেরাই ধারণকৃত চোর শনাক্ত। জানা গেছে, গত শুক্রবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদরের শম্ভুনগর গ্রামের হায়দার আলীর ছেলে জিয়ারুল তার পাকিভ্যানটি কুতুবপুর ইউনিয়ন পরিষদের পাশে রেখে কাঁচা বাজারে বাজার করতে চলে যান। ২৫ মিনিট পর বাজার করে এসে পাকিভ্যানটি না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। জিয়ারুল জানান, গত ছয় মাস আগে ব্যুরো বাংলাদেশ থেকে লোন নিয়ে ও বিভিন্ন মানুষের নিকট থেকে ধারদেনা করে নতুন পাকিভ্যানটি কিনেছি। পাকিভ্যানটি চুরি হওয়ায় এনজিও টাকাসহ মানুষের ধার দেনা বা কি করে দেবো; সংসার বা কি করে চালাবো একথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় জিয়ারুলের কান্নাকাটি দেখে সরোজগঞ্জ বাজারের সবুর সাইকেল স্টোরের মালিক সবুর হোসেন নিজ উদ্যোগে সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও চেক করে চোর শনাক্ত করেন।