সরোজগঞ্জ প্রতিনিধি: গতকাল বুধবার সকাল ১১টায় তেতুল শেখ কলেজের উদ্যোগে একাদশ শ্রেণির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের পরিচিতসভা ও পাঠদানের উদ্বোধন করা হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি আব্দুল মোতালেব, জালাল উদ্দিন মহর, ইমরান হোসেন, রুবি খাতুন, অধ্যক্ষ মারফুল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সেলিম রেজা, প্রভাষক খাইরুল ইসলাম, আবুজার হোসেন, জাহিদুল ইসলাম, ফারুখ আহম্মেদ, রেজাউল করিম, আবু শামা, তাছলিমা পারভীন, আরিফ হোসেন, সুরুজ আলম, হারুনুর রশীদ, রাকিবুল হাসান, মোস্তফা শওকত ইমরান, ফারহানা পারভীন, মনিরা পারভীন, রমিজ রায়হান, সাইফুল ইসলাম, জহুর রায়হান, এনামুল হক প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের ভিডিও চিত্রের মাধ্যমে কলেজের সাথে পরিচিত করানো হয়। অনুষ্ঠান শেষে একাদশ শ্রেণির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের ফুলের তোড়া উপহারের মাধ্যমে পাঠদানের উদ্বোধন করা হয়।