সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ। প্রধান অতিথি ছিলেন ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয় ও তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ। বিশেষ অতিথি ছিলেন পদ্মবিলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ^াস, বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সদস্য জালাল উদ্দিন মহর, পরিচালনা কমিটির সেলিম রেজা, মুস্তাসিন বিল্লাহ সৈকত, সহকারী প্রধান শিক্ষক এমএকে আজাদ শিক্ষক কামরুজ্জামান, মোমতাজুল ইসলাম, ছকিনা খাতুন, সাইদুন্নাহার, আকতারুন নেছা, হাবিবা খাতুন, ফারহানা খাতুন, সাইফুল ইসলাম, জাহানারা পারভীন, মোহাম্মদ আলী, মহিদুল ইসলাম, আতিয়ার রহমান, বদর উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সাইফুল আওয়াল ও দোয়া পরিচালনা করেন ধর্ম শিক্ষক মোমতাজুল ইসলাম। অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার তুলে দেয়া হয়।

Comments (0)
Add Comment