দর্শনা অফিস: হিন্দু ধর্মালবম্বীদের নামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে দর্শনার প্রায় সবকটি মন্দিরে। কেরুজ মন্দির পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। গতকাল শনিবার রাত ৯টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি কেরুজ মন্দির পরিদর্শনকালে বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলমানসহ সকল জাতি-ধর্মের মানুষ আমরা ভাই-ভাই। তাইতো জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সাম্প্রদায়িক মুক্ত সোনার বাংলাদেশের। যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চায়, তারা দেশ ও জাতির চরম শত্রু। ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বাধনে আবদ্ধ হয়ে রুখে দিতে হবে অপশক্তি ও সাম্প্রদায়িকতা। এ সময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, এমপি আলী আজগার টগরের পুত্র মুনতাছির আজগার আকাশ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ.হান্নান ছোট, সহসম্পাদক আব্দুল মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, সহসভাপতি মামুন শাহ, যুবলীগ নেতা আসখিয়া আহমেদ মুন, কেরুজ পূজা মন্দির কমিটির উপদেষ্টা লিংকন ঢালি, আজয় কুমার লোধ রতন, সভাপতি নারায়ন সরকার, সাধারণ সম্পাদক নমিতা মালাকার, কোষাধ্যক্ষ তারাপদ প্রমুখ।