সন্ত্রাসী আবু সাইদ মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকু-ুতে সর্বহারা বাহিনীর বর্তমান প্রধান আবু সাঈদ মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসপাতাল থেকে নবনির্বাচিত কাউন্সিলর হাসেম আলীর মোটরসাইকেল চুরির সময় তাকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেন সাধারণ জনতা। মোটরসাইকেল চোর ও সর্বহারা বাহিনীর প্রধান আবু সাঈদ উপজেলার পারদখলপুর গ্রামের ছানোয়ারের ছেলে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন যাবত সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত হয়ে এলাকাছাড়া বলেও জানা গেছে। এ ব্যাপারে হরিণাকু-ু থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, বৃহস্পতিবার হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরির সময় সাধারণ জনতার হাতে ধরা পড়ে। এছাড়াও বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে বলে জানা গেছে।

 

Comments (0)
Add Comment