স্টাফ রিপোর্টার: বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সাসকো হেলথ কেয়ার ইন্টারন্যাশনাল চুয়াডাঙ্গা এ অনুষ্ঠানের আয়োজন করে।
র্যালিটি সিভিল সার্জন অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয় হয়ে সাসকো হেলথ ইন্টারন্যাশনাল অফিসে এসে শেষ হয়। পরে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাসকো হেলথ কেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান নাজমুল হক। আলোচনা সভায় স্বাস্থ্য সচেতনতা মূলক বক্তব্য রাখেন অধ্যাপক শেখ সেলিম, পুষ্টিবিদ আলিম উদ্দিন লস্কর, ইনডেক্স ল্যাবরেটরিজ (আয়ুু) লিমিটেড নির্বাহী পরিচালক কাজী মেহেদী হাসান, ডা. নাছিম ও ব্যাবস্থাপক শাহজাহান আলী। সভায় বক্তারা হেপাটাইটিস নামক মরণ ব্যাধি থেকে বাঁচতে সকলকে প্রতিষেধক টিকা গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠান পরিচলনা ও উপস্থাপনায় ছিলেন শামীমা সুলতানা মনিকা।