শোক দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রেডক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু ও যুবলীগ নেতা আব্দুল কাদের। এ সময় জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. মতাছেম বিল্লাহ, সেলিনা খাতুন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমএ মতিন উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন কম্পিউটার অপারেটর মো. আক্তারুজ্জামান। আলোচনা শেষে কেদারগঞ্জ জামে মসজিদের মুয়াজ্জিন মো. ইসমাইল হোসেন দোয়া পরিচালনা করেন।

Comments (0)
Add Comment