শিশু ধর্ষণ অপচেষ্টা অভিযোগে বকশিপুরের বৃদ্ধ বাহার আলী আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বকশিপুরের ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ অপচেষ্টার অভিযোগে বাহার আলীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে শিশুটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাহার আলী আটক করা হয়। এর আগে গত ২৯ জানুয়ারি গ্রাম্য সালিসে অভিযুক্ত বৃদ্ধকে এক সপ্তাহের মধ্যে বাড়িতে হাজির হতে সময় বেধে দেয়া হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বকশিপুর গ্রামের ৬ বছরের শিশুকন্যা তার বোনের সাথে বাড়ির পাশের জমিতে শাক তুলতে যায়। বড় বোন কিছুটা দূরে অন্য জমিতে গেলে প্রতিবেশী বাহার আলী ওই শিশুকে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে গামছা বিছিয়ে মেয়েটিকে ধর্ষণের অপচেষ্টা করে। সেসময় বড় বোন ভুট্টা ক্ষেতের পাশে এসে শিশুটির নাম ধরে ডাকতে থাকলে বাহার আলী দৌঁড়ে পালিয়ে যায়। তারপর বাহার আলী আর বাড়ি ফেরেননি।

শিশুটির পিতা জানান, বাহার আলীর বিরুদ্ধে এর আগেও শিশু বলাৎকারের অভিযোগ ওঠেছিলো। সে সময় গ্রাম্য সালিসে ২০ হাজার টাকা জরিমানা দিয়ে পার পেয়েছিলো। গতকাল রাতে শিশুটির পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, ধর্ষণের অপচেষ্টার ঘটনায় শিশুটির পিতা সোমবার রাতে লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই শিশুর পিতায় অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। রাতেই অভিযুক্ত বাহার আলীকে আটক করা হয়েছে।

 

Comments (0)
Add Comment