শিক্ষার্থিদের সাথে নিয়ে বর্গাচাষির ধান কেটে দিলেন কলেজের শিক্ষকরা

 

আলমডাঙ্গা ব্যুরো:  নিজ প্রতিষ্ঠানের রোভার স্কাউটদের সাথে নিয়ে কৃষকের পাকা ধান কেটে দিলেন আলমারি সরকারি কলেজের কতিপয় শিক্ষক। ১ মে সকালে অধ্যক্ষ কৃষিবীদ গোলাম সরোয়ার মিঠুর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থিদের একটি গ্রুপ উপজেলার বাদেমাজু গ্রামের বর্গাচাষি মনিরুজ্জামানের এক বিঘা জমির ধান কেটে দেন। অধ্যক্ষ কৃষিবীদ গোলাম সরোয়ার মিঠু বলেন, মুলতঃ শিক্ষার্থিদের মনে দেশপ্রেম ও পরোপকার জাগ্রত করতে, তাদেরকে সামাজিক কাজে অংশগ্রহণের মনোভাব সৃষ্টি করতে একজন হতদরিদ্র বর্গাচাষির ধান কেটে দিতে আসেছি। আশা করি এমন কাজের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, অপরের সহযোগিতা করার মানসিকতা তৈরি হবে। অন্যান্যের মধ্যে ধান কাটা কাজে অংশ নেন সহকারী অধ্যাপক ড.মহাবুব আলম, প্রভাষক আব্দুল ওয়াদুদ, মুরাদ আলী, রাশিদুল মোমিন, আবু সাঈদ, রোভার লিডার সাঈদ হিরণ ও শিক্ষার্থি নাহিদ হাসান, সাব্বির আহমেদ,নাইমুর রহমান প্রমুখ।

Comments (0)
Add Comment