স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাসপাড়া গ্রামে বসত ভিটার মধ্যে বেকারি কারখানা তৈরির অভিযোগ উঠেছে একই গ্রামের নবি হোসেনের ছেলে ফজলুল করিমের বিরুদ্ধে। যার কারণে আশপাশের বসবাস করা বেশ কয়েকটি পরিবার দুর্বিষহ জীবনযাপন করছেন। কারখানার আবর্জনা ও বিকট শব্দ দূষণের কারণে স্থানীয় বাসিন্দা আবুল হোসেন নামের এক ভুক্তভোগী বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের ভিত্তিতে গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা তৈরির প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার নির্দেশ দিলে ব্যর্থ হন। তারপরে কারখানা বন্ধ করার নির্দেশ দেন। লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারলে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে তিনি সরেজমিনে গিয়ে এ নির্দেশ দেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বেকারি মালিক ফজলুর করিমকে বিএসটিআই অনুমোদন, ট্রেড লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দাখিল করার জন্য বলা হলে মালিক ব্যর্থ হন। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারলে তার কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়া হবে বলে জানান। আপাতত কারখানার লাইসেন্স না থাকায় বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু বলেন, দীর্ঘদিন ধরেই ওই কারখানা মালিকের বিরুদ্ধে জনউপদ্রব সৃষ্টির অভিযোগ রয়েছে। আর বসতবাড়ির ভিতরে কারখানা তৈরি আদৌও যৌক্তিকতা নেই। ব্যবসা করতে হলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফাঁকা স্থানে ব্যবসা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আয়নাল হক ও গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান এবং গ্রামপুলিশবৃন্দ।