মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের ঘোষপাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা শহরের হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেয়া হয়। মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে শহরের পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আবু সালাম শহরের ঘোষপাড়ায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম আব্দুস সালামের দুই ছেলে ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।