রতন বিশ্বাস: রাত পোহালেই ভোট উৎসবে যোগ দেবে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুরবাসী। কাক্সিক্ষত কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার দিনভর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এবার ভোটার সংখ্যা ৬৬৪ জন। ভোটকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে কুতুবপুরে। এ নির্বাচনে ৫ জন অভিভাবক সদস্যের বিপরীতে মোট ১০ জন প্রার্থী তুমুল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হচ্ছেন মো. আব্দুল কুদ্দুস (ক্রমিক নং-০১), মো. আব্বাস আলী (ক্রমিক নং-০২), মো. কিতাব আলী (ক্রমিক নং-০৩), মো. কালাম হোসেন (ক্রমিক নং-০৪), মো. জাহাঙ্গীর হোসেন (ক্রমিক নং-০৫), মো. ফারুক হোসেন (ক্রমিক নং-০৬), মো. সেলিম উদ্দিন (ক্রমিক নং-০৭), মো. সোহরাব হোসেন (ক্রমিক নং-০৮), মোছা. রকসানা বিবি (ক্রমিক নং-০১) ও মোছা. সামসুন্নাহার (ক্রমিক নং-০২)। গত ৬ জুন তারিখে তফসিল ঘোষণার পর থেকেই কয়েকদিন ধরে টানা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের প্রার্থীতার কথা জানান দিয়ে ভোট প্রার্থনা করেছেন প্রার্থীরা। পাশাপাশি অভিভাবক সদস্য নির্বাচিত হলে শিক্ষার গুনগত মান উন্নয়নে কে কি ভূমিকা রাখবেন তারও প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদের কাছে। সব মিলিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে কোনো ৫ প্রার্থী হচ্ছেন অভিভাবক প্রতিনিধি সেদিকে তাকিয়ে আছে পুরো এলাকাবাসী।