স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের সাংবাদিক হাসমত আলীকে মোবাইলফোনে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোর ৫.৪৭ এর সময় ফোন তাকে এই হত্যার হুমকি দেয়া হয়েছে। তিনি দৈনিক মাথাভাঙ্গার কুড়–লগাছি প্রতিনিধি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার দামুড়হুদা উপজেলা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি। এ ঘটনায় গতকালই দুপুরে সাংবাদিক হাসমত আলী বাদী হয়ে দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাংবাদিক হাসমত আলী জানান, মঙ্গলবার ভোরে তিনি দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি নিজবাড়িতে ছিলেন। এ সময় ০১৫১৮৭৬৪০৮৯ নম্বর মোবাইল থেকে তাকে ফোন করে হত্যার হুমকি প্রদর্শন করলে আমি ফোনকলটি কেটে দেই। পরবর্তীতে আবারও ০১৫১৮৭৬৪৯৯৩, ০১৫১৮৭৬৪৭৮৫ ও ১৯৭১০১৯৫২ এ তিনটি নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনার পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে দর্শনা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক মনিরুজ্জামান ধীরু ও হারুন রাজু বলেন, সে দর্শনা প্রেসক্লাবের সদস্য। সাংবাদিক হাসমত আলীকে হত্যার হুমকি দেয়ায় আমরা উদ্বিগ্ন প্রকাশ করছি। হত্যার হুমকি দেয়ার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।