দামুড়হুদা অফিস: দামুড়হুদায় নবাগত ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির ছাত্রীদের বরণ, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং ২০২২ সালের ৭ম থেকে ১০ম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি বদর উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম. নুরুন্নবী ও দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন শিক্ষক আব্দুর রাজ্জাক ফাকের। বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ফারহানা আক্তার শোভা। উপস্থিত ছিলেন হাউলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিন মাস্টার, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার সভাপতি আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, নুরুল মেম্বার, গভর্নিং বডির সদস্য কুতুব উদ্দীন, আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক ইমদাদ হোসেন, আবুল কালাম, আবু বকর সিদ্দিক, বিপুল কুমার, মোখলেছুর রহমান, মিরাজুল ইসলাম, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, মুনছুর আলী, রফিকুল ইসলাম, নূরজাহান খাতুন, সীমা সুলতানা, রুহিনী আক্তার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নারী শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়েছে। নারীরাই পারে একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে। শিক্ষিত জাতি গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মিজানুর রহমান।