মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে, লিগ্যাল এইড কার্যক্রমের ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে উপজেলা ও ইউনিয়ন লিগাল এইড কমিটির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মো. তহিদুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, পিপি পল্লব ভট্টাচার্য। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিগাল এইড অফিসার সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতিন, ইউপি সদস্য নাশেদা আক্তার উর্মি প্রমূখ।