মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং আমঝুপি মাধ্যমিক বালক ও বালিকা বিদ্যালয়ে ক্রিকেট সেট প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে দুটি বিদ্যালয় ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় দলকে ক্রিকেট সেট তুলে দেন। এসময় ভাইস-চেয়ারম্যান মোমিনুল ইসলাম ও লতিফন নেছা লতা প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।