করিম সভাপতি ও মনিরুল সাধারণ সম্পাদক নির্বাচিত
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে আব্দুল করিম পুনঃনির্বাচিত ও সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার সময় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলে। ওইদিন গভীর রাতে ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৪০জন প্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ৩ হাজার ১৩১ জন ভোটারের মধ্যে ২ হাজার ৪৩৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের সভাপতি পদে সাবেক সভাপতি আব্দুল করিম (মোমবাতি) ৯৮৭ ভোট পেয়ে সভাপতি পদে পুনঃনির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী খাকছার আলী (হারিকেন) ৭৮৪ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম (দোয়াত কলম) ৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী তারিকুজ্জামান রিপন (বাইসাইকেল) ৫০০ ভোট পান। নির্বাচনে সহ-সভাপতি সাইদুল আলম (গোলাপ ফুল) ১ হাজার ১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম (আনারস) ৮২৪ ভোট পান। সহ সম্পাদক পদে রাসেল (দেয়াল ঘড়ি) ১ হাজার ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছলিম মিয়া (মিক্সার মেশিন) ৯৪১ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রাজ্জাক (চেয়ার) ৭৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশিদুল ইসলাম (চাকা) ৬৯২ ভোট পান। কোষাধ্যক্ষ পদে খন্দকার নাফিজুর রহমান (আম) ৮৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আব্দুল আজিজ (ফুটবল) ৫৬৮ ভোট পান। প্রচার সম্পাদক পদে মিলন আলী (মাইক) ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজমাইল হোসেন (হাতি) ৭১২ ভোট পান। দপ্তর সম্পাদক পদে মোতালেব শেখ (করাত) ১ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী দীন মোহাম্মদ (কোদাল) ৬৪১ ভোট পান। শ্রমিক কল্যাণ সম্পাদক পদে মাহবুবুল আলম লিটন (এরোপ্লেন) ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজিদুল হক (ট্রাক) ৭১২ ভোট পান। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ইসরাফিল (ক্রিকেট ব্যাটবল) ৬১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রানা (হরিণ) ৪৯৩ ভোট পান।
এছাড়াও কার্যকরী সদস্য পদে ফিরোজ (ডাব) ৭৪৬ ভোট, আব্দুল মোমিন (কবুতর) ৭২৯ ভোট, জিন্নাতুল ইসলাম (কুরনি) ৭০৫ ভোট, মিলন হোসেন (তরবারি) ৬৪২ ভোট, সাবদার (মোরগ) ৬৪২ ভোট পেয়ে কার্যকরী সদস্য নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনাকারী দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খোকন নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নিয়োজিত কমিশনার অ্যাডভোকেট আসাদুল ইসলাম, মিজানুর রহমান হিরন, রাহিনুজ্জামান পলেন, রিয়াদ আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।