মেহেরপুর শহরের হোটেল বাজারের একটি বাড়ি থেকে গন্ধগোকুল উদ্ধার

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার একটি বাড়ি থেকে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর বন বিভাগের কর্মকর্তারা গন্ধগোকুল টি উদ্ধার করেন।
জানা গেছে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার আজম খানের বাড়ির একটি গর্তে গন্ধগোকুল টি লাফালাফি করছে দেখে বনবিভাগের খবর দেয়া হয়। পরে দুপুরের দিকে সহকারী বন কর্মকর্তা জাফরউল্লাহর নেতৃত্বে বন বিভাগের লোকজন এসে গন্ধগোকুল কে উদ্ধার করেন।
গন্ধগোকুলকে এলাকাভেদে এশীয় তাল খাটাশ, ভোঁদড়, লেঞ্জা, ভাম সহ বিভিন্ন নামে এটিকে ডাকা হয়ে থাকে। সহকারী বন কর্মকর্তা জাফর উল্লাহ বলেন, গন্ধগোকুল বর্তমানে অরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত হয়ে থাকে। পুরনো গাছ, বন জঙ্গল কমে যাওয়ার কারণে প্রাণীটির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
তিনি জানান, এই প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না। তবে নিজেকে বাঁচাতে মানুষকে ভয়-ভীতি দেখায়। জাফর উল্লাহ বলেন, গন্ধগোকুলটিকে বন-জঙ্গল এলাকায় অবমুক্ত করে দেয়া হবে।

 

Comments (0)
Add Comment