মেহেরপুর অফিস: মেহেরপুরে আবারও ফসলের সাথে শত্রুতা করা হয়েছে। এবার মেহেরপুরের পল্লীতে কলা কেটে তছরূপ করেছে দুর্বৃত্তরা। মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের মাঠে দুর্বৃত্তরা কলাক্ষেতের লক্ষাধিক টাকার কলা কেটে তছরূপ করেছে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের খেদের খানের ছেলে মাহিদ সদর উপজেলার মোমিনপুর গ্রামের কালুর ৪ বিঘা জমি লিজ নিয়ে কলার চাষ শুরু করেন। কিছুদিন পূর্বে কলাগাছা কাঁন্দি আসতে শুরু করে। এদিকে শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই কলা ক্ষেতে হামলা চালিয়ে বিপুল পরিমাণ কলার কান্দি কেটে তসরুপ করে ফেলে রেখে চলে যায়। সকালের দিকে কলার মালিক ও তার পরিবারের লোকজন বিষয়টি দেখে কান্নায় ভেঙে পড়েন।
জানতে চাইলে মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খানা জানান, ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মামলার জন্য থানায় কেউ আসেননি। মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।