মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে হেরোইনসহ এক ব্যক্তি

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ তাইজুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের পুরাতন কাজী অফিস পাড়া থেকে তাকে আটক করা হয়। আটক তাইজুল ইসলাম মেহেরপুর পুরাতন কাজী অফিস পাড়ার ইছার উদ্দিনের ছেলে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক খসরু আল মামুনের নেতৃত্বে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাইজুল ইসলামের বাড়ি ঘেরাও করে, এ সময় তার বাড়ি থেকে ১ গ্রাম হেরোইনসহ তাইজুলকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাইজুলের নামে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অন্যদের মধ্যে সহকারী উপ-পরিদর্শক জিএম শহিদুল ইসলাম, রুহুল আমিন, আব্দুল হালিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Comments (0)
Add Comment