মেহেরপুর ভৈবর নদের কাটা মাটি বিক্রির অভিযোগে জরিমানা আদায়

মেহেরপুর অফিস: মেহেরপুর ভৈরব নদের কাটা মাটি বিক্রি করার অভিযোগে ঝন্টু নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর-বন্দর গ্রামের মাঝামাঝি স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঝন্টুকে এ জরিমানা করা হয়। ঝন্টু মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
জানা যায়, মেহেরপুর ভৈরব নদ খনন কাজের মাটি পার্শ্ববর্তী স্থানে জমিয়ে রাখা মাটি ঝন্টু বিক্রি করছে। এমন গোপন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় ঝন্টুর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে মাটিকাটা মেশিনটি জব্দ করে স্থানীয় ইউপি সদস্য দরুজ আলীর জিম্মায় রেখে দেয়া হয়।

 

Comments (0)
Add Comment