মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ভবন নির্মাণে স্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন। গতকাল শনিবার বিকেলের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মেহেরপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য মেহেরপুর পৌরসভার ৬নং ওয়ার্ড চক্রপাড়ার নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদ সরফরাজ হোসেন মৃদুল, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ তার সাথে ছিলেন।

Comments (0)
Add Comment