মেহেরপুর অফিস: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বিদেশগামী কর্মীদের বীমা সংক্রান্ত এবং নিরাপদ অভিবাসন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুস সালাম। বক্তব্য রাখেন এনএসআই’র উপ-পরিচালক এমদাদুল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক জাহিদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, সাংস্কৃতিক কর্মী শাশ্বত স্বপন চক্রবর্ত্তী, মেহেরপুর টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার প্রমুখ।