মেহেরপুর বারাদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিসভা

 

বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন পরিষদে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৪তম জন্মবার্ষিকী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন-থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি মাহবুব আলম শান্তি, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস, সাবেক সভাপতি নাজিমুদ্দিন পন্ডিত, ওয়ার্ড সভাপতি শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক রানা, আরও উপস্থিত ছিলেন আয়নাল, গোলাম মর্তুজা, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিদ্দিকুর রহমান, নজরুল ইসলাম, জয়নাল, রুহুল, সুলতান, জাকির হোসেন লিটন, খাকছার প্রমুখ।

Comments (0)
Add Comment