বারাদী প্রতিনিধি: ২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তির অংশ হিসেবে কাজলা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর সদরের বলিয়ারপুর ব্রিজের নিকট ২০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ম-লীর সদস্য সালেহ আল আজিজ টনিক বিশ্বাস, মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়ের বড় ভাই আওয়ামী লীগের সিনিয়র নেতা সহিদ সাদেক বাবুল। আরও উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বলিয়ারপুর গ্রাম ইউপি সদস্য আনারুল ইসলাম ওয়ার্ড যুবলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, আব্দুস সাত্তার প্রমুখ।