বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বলিয়ারপুর গ্রামে আয়োজিত ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনাসভায় এ কমিটির অনুমোদন দেয়া হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ৫১ সদস্য বিশিষ্ট এই ওয়ার্ড কমিটির অনুমোদন দেন। ৮নং ওয়ার্ড (বলিয়ারপুর গাবতলা পাড়ায়) আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম ও আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক আলহাজ গোলাম রসুল বক্তব্য রাখেন। প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে থানা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, আলাউদ্দীন ম-ল সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ মোজাম্মেল হক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াসীম হোসেন স্বপনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।