দর্শনা পৌর নির্বাচন আওয়ামী লীগ ও বিএনপির ৬ প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ

দর্শনা অফিস: দর্শনা পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। গত ১৪ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নড়েচড়ে বসেছেন প্রার্থীরা। মাস দুয়েক আগে থেকেই সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নীরব প্রচারণা দেখা গেলেও তা প্রকাশ্যে রূপ নেয় তফসিল ঘোষণার পর। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন। ফলে গত কয়েকদিন ধরে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক পড়ে গেছে। এরই মধ্যে দর্শনা পৌর মেয়র পদে ৩, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুরু থেকে দর্শনা পৌর মেয়র প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছিলো তাদের মধ্যে কয়েকজনের নাম বর্তমানে শোনা যাচ্ছে না। এখনো যারা প্রচারণায় মাঠে রয়েছেন, ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার ঝুলিয়েছেন তাদের মধ্যে রয়েছেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী দর্শনা পৌর আ.লীগের সভাপতি পরপর তিনবার নির্বাচিত বর্তমান মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি তরুণ সমাজ সেবক আব্দুল হান্নান ছোট, সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ মো. হাসান ও নাহিদ কবীর মনু। এছাড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন সাবেক মেয়র বিএনপির প্রবীণ নেতা মহিদুল ইসলাম, দর্শনা পৌর যুবদলের সভাপতি এনামুল হক শাহ মুকুল, সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান বুলেট, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল¬াহ আল মামুন রিংকু, যুবদল নেতা জালাল উদ্দিন ও জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী জামায়াত নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের। আ.লীগ মনোনয়ন প্রত্যাশীরা এখনো পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ না করলেও বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ৩জন প্রার্থী সংগ্রহ করেছেন। আ.লীগের সম্ভাব্য প্রার্থীরা ছুটছেন ঢাকাতে। গতকাল দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র মতিয়ার রহমান, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট ও সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ মো. হাসান।
এদিকে দামুড়হুদা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র মহিদুল ইসলাম, যুবদল নেতা এনামুল হক শাহ মুকুল ও সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান বুলেট। দর্শনা পৌরসভার ৩ সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান কাউন্সিলর আম্বিয়া খাতুন ফুট্টরি, জাহানারা খাতুন ও সুরাতন নেছা। অন্যান্যের মধ্যে সেলিনা পারভিন, শিউলী আক্তার, বিলকিস খাতুন ও ফাহিমা খাতুন। ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান কাউন্সিলর রবিউল হক সুমন, রেজাউল ইসলাম, মনির সরদার, মঈনউদ্দিন মন্টু, চান্দু মাস্টার, কানচু মাতবর, হাসান খালেকুজ্জামান, নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে নাসির উদ্দিন খেদু, হারুন অর রশিদ, আনোয়ারুল ইসলাম দোলন, সাংবাদিক শরীফ উদ্দিন, কামরুল হুদা, নাসির উদ্দিন, সাবির হোসেন মিকা, সাইদুর রহমান, আব্দুল কুদ্দুস, লুতফর রহমান, আব্দুর রাজ্জাক, আয়নাল হক, শহিদুল ইসলাম, আব্দুল মিয়া, হাবিবুল্লাহ বাহার, বাবলুর রহমান, বিল্লাল হোসেন, মামুন হোসেন, রাজিবুল ইসলাম, এনামুল কবির, সোহেল মিয়া, সোহেল রানা, আজিজুর রহমান, বাবলু আক্তার, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম ও জহিরুল ইসলাম।
দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ইছাহাক আলী জানিয়েছেন, গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দর্শনা পৌর নির্বাচনে ৩জন মেয়র প্রার্থী, ৭জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও ৩৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত তিনটি পদের বিপরীতে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন। ৩ জানুয়ারি বাচাই, ১০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দর্শনা পৌরবাসীর দেখার অপেক্ষার পালা কে কে পাচ্ছেন আ.লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর দলীয় মনোনয়ন। দলীয় মনোনয়ন পেতে দলের নীতি নির্ধারকদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন প্রার্থীরা।
দর্শনা পৌর মেয়র পদে মুকুল শাহ’র মনোনয়নপত্র সংগ্রহ
দর্শনা অফিস: আসন্ন দর্শনা পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী দর্শনা পৌর যুবদলের সভাপতি এনামুল হক শাহ মুকুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় মুকুল শাহ’র সাথে ছিলেন দর্শনা আখচাষি সমবায় সমিতির সভাপতি মহাসিন আলী শাহ পিন্টুসহ দলীয় নেতাকর্মীরা।

Comments (0)
Add Comment