মেহেরপুর অফিস: মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুর এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ফ্রেন্ডস ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি এএলএম জিয়াউল হকের সভাপতিত্বে (জুমের মাধ্যমে) সাধারণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রফেসর হাসানুজ্জামান মালেক, সহ-সভাপতি পল্লব ভট্টাচার্য, শাহজাদ উদ্দিন আহমেদ, কুদরত-ই-খুদা, আনোয়ারুল হক শাহী প্রমুখ। পরে এএলএম জিয়াউল হককে সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর হাসানুজ্জামান মালিককে পুনঃনির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট ফ্রেন্ডস ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, শাহজাদ উদ্দিন আহমেদ, কুদরত-ই-খুদা ও শহীদুল্লাহ, যুগ্মসম্পাদক সৈয়দ এহসানুল কবীর আরিফ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক শাহী, অর্থ বিষয়ক সম্পাদক শওকত হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রফেসর আশরাফুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা মেমি এবং কার্যনির্বাহী সদস্য আহসান হাবীব, আমিনুল ইসলাম, নুরুল ইসলাম ও আজিজুর রহমান।