মেহেরপুর পৌর নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করলেন পৌর মেয়র রিটন

মেহেরপুর অফিস: আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচন। পৌর নির্বাচন উপলক্ষ্যে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। গতকাল শুক্রবার দুপুরে দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর মাহফুজুর রহমান রিটন বলেন, আমার নেত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। তিনি আমার জন্য যা ভালো মনে করবেন, তা করবেন।
মেহেরপুরবাসীর সমর্থন চেয়ে মেয়র বলেন, বিগতদিনে নানা প্রতিকূলতা মধ্যদিয়ে পৌরসভায় ইতিবাচক কাজের সূচনা করতে পেরেছি। এখন কঠিন সময়। নানা প্রতিকূলতা পেরিয়ে পৌরসভা ও পৌরবাসীর জন্য কিছু করার চেষ্টা করেছি। প্রিয় পৌরবাসী আমার জন্য দোয়া করবেন। জননেত্রী শেখ হাসিনার সমর্থন নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আমি যেন আপনাদের সুখে-দুঃখে যেভাবে ছিলাম, সেভাবে থাকতে পারি।
এ সময় জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment