মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ড ওয়াকওয়ের নাম ফলক উন্মোচন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ওয়াকওয়ের নাম ফলক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলের দিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি উপস্থিত থেকে পুরাতন বাসস্ট্যান্ড ওয়াকওয়ের নাম ফলক উন্মোচন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মেহেরপুর শহরের এই স্থানটিকে দর্শনীয় করার লক্ষ্যে আমরা কাজ শুরু করে দিলাম। অল্পদিনের মধ্যেই স্থানটিকে একটি দর্শনীয় স্থানে পরিণত করা হবে।

Comments (0)
Add Comment