মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৪তম বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৪তম বার্ষিক সাধারণসভা ২০২৩ গতকাল পল্লী বিদ্যুৎ সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতি বোর্ডের সচিব তুষার আহাম্মেদ, সহ-সভাপতি গোলাম রসূল গোলাপ, কোষাধ্যক্ষ ফয়জুল্লাহ হক, নির্বাচন কমিশনার আরইবির উপ-পরিচালক শাকিলা খন্দকার, জেনারেল ম্যানেজার মো. আবু রায়হান প্রমুখ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু। সাধারণসভা শেষে সমিতির রুমে পরিচালকদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তুষার আহাম্মেদ সভাপতি, জিনারুল ইসলাম বিশ্বাস সাধারণ সম্পাদক, আব্দুল মান্নান সহ-সভাপতি ও ফয়জুল্লাহ হক কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

Comments (0)
Add Comment